জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ক্লাস করার জন্য যখন শিক্ষার্থীরা আসছেন বিশ্ববিদ্যালয়ে। তখন একটি বিশেষ মহল বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নষ্ট করার জন্য এমন ঘটনা ঘটাচ্ছে।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টা ৫৫ মিনিটে মধুর ক্যান্টিনের সামনের তিন জায়গায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় বিকট শব্দ শোনা যায়।
এর আগে গত শুক্রবার পৌনে ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
গত রবিবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর, তাঁর সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নুর, ফারাবী ও সুহেলসহ অন্তত ২৫ জন আহত হন।
ওই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেয় ছাত্রলীগ-মুক্তিযুদ্ধ মঞ্চ ও ডাকসু ভিপি নুরুল হক নুর নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
ঘটনার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এর মধ্যেই গত বৃহস্পতিবার সকালে একটি ককটেল উদ্ধার করা হয় মধুর ক্যান্টিনের সামনে থেকে। এর দুই দিন পর আজ রবিবার আবারো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল মধুর ক্যান্টিনের সামনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।