আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তর পেন্টাগন জানিয়েছে, জার্মানি থেকে তারা ১১ হাজার ৮০০ মার্কিন সেনাকে ফিরিয়ে নেবে। বুধবার এক ঘোষণায় এ তথ্য জানায় তারা। এসব সেনা পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষায় কাজ করে। অর্থাৎ মধ্যপ্রাচ্য অভিযানের ‘কেন্দ্র’ বলা হয় এটিকে।
আল আরাবিয়ার বরাতে জানা যায়, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে জার্মানি থেকেই মার্কিন সেনারা বিভিন্ন মিশনে অংশ নেয়। এখান থেকে ১১ হাজার ৮০০ সেনার মধ্যে ৬ হাজার ৪০০ সেনা যুক্তরাষ্ট্রে ফিরে আসবে। বাকি ৫ হাজার ৪০০ সেনাকে ইউরোপের অন্যান্য রাষ্ট্রে মোতায়েন করা হবে।
প্রতিরক্ষা খাতে যথাযথ খরচ করতে না পারার কারণেই মার্কিন প্রেসিডেন্ট জার্মানি থেকে সেনা ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন। যা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। আগামী কয়েক মাসের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে জার্মানিতে সব মিলিয়ে ২৫ হাজার মার্কিন সেনার উপস্থিতি থাকবে।
তবে মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে নাখোশ হয়েছেন ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির বেশ কিছু সদস্য। ২২ জন রিপাবলিকান সদস্য ট্রাম্প বরাবর এক চিঠি প্রেরণ করে দাবি করেন, এই পদক্ষেপের ফলে ইউরোপের নিরাপত্তা শঙ্কায় পড়বে। এতে করে সুযোগ পাবে রাশিয়া। তারা আগ্রাসন ও কর্তৃত্ব জারি করে ইউরোপের ওপর প্রভাব বিস্তার করে ফেলবে।
তবে পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপ থেকে মার্কিনিরা কিছু সেনা সরিয়ে নিলেও তাদের অবস্থান বহাল তবিয়তে থাকবে- এমন একটি বার্তাই রাশিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এতে বলা হয়, পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের প্রতি দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। ওই অঞ্চলে মস্কো থেকে আসা যেকোনো আগ্রাসন আমরা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।