স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে সেমির লক্ষ্যে ইতিহাস রচনা করলো মরোক্কো। তারা পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উঠে যায় সেমিফাইনালে। এর মধ্য দিয়ে রোনালদোদের কান্নায় ভাসিয়ে কাতরের বুকে আফ্রিকান রূপকথা লিখল মরক্কো। তাদের এমন জয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক জার্মান তারকা মেসুত ওজিল।
এদিনও তারা জয়ের পর সৃষ্টিকর্তর কাছে কৃতজ্ঞতা জানাতে ভুলেনি দলটি। জয়ের পরই একযোগে সবাই মাঠের ভেতরেই লুটিয়ে পড়ছেন সেজদায়।
মরুর বুকে চমক দেখিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের সেমিফাইনালে আটলাস সিংহরা। মরক্কোর এমন জয়ের পর তাদের শুভেচ্ছা জানিয়ে মন্তব্যও করেন তারকা ফুটবলার মেসুত ওজিল। তিনি জানান, আফ্রিকান ও মুসলিম দেশ মরক্কোর জয়ে তিনি গর্বিত। এই জয় মুসলিম বিশ্বের জন্যও আনন্দদায়ক বলে জানিয়েছেন এই ফুটবলার।
কাতার বিশ্বকাপে উদয় হয়েছে নতুন সূর্যের। প্রথম আফ্রিকান দল হিসেবে মরক্কো জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।
জার্মানির এই তারকা ফুটবলার মেসুত ওজিল বলেন, ‘আমি গর্বিত, কি দারুণ একটা দল। আফ্রিকান ও মুসলিম দেশ হিসেবে কি অসাধারণ অর্জন। এটা মুসলিম বিশ্বের জন্যও আনন্দদায়ক। এই জয় অনেক মানুষকে আশাবাদী করবে এবং স্বপ্ন দেখাবে।’
প্রতিটি ম্যাচ জয়ের পর মাঠে সেজদায় লুটিয়ে পড়া দলটা এরই মধ্যে মুসলিম বিশ্বে আলাদা জায়গা করে নিয়েছে। কিন্তু এই দলের ফুটবলাররা উঠে এসেছে হত দরিদ্র পরিবার থেকে। জীবন সংগ্রামে নিজেদের বারবার প্রমাণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।