মশারির বাইরে তামিমের হাত, নিথর হলো সাপের কামড়ে

জুমবাংলা ডেস্ক : রাজশাহীর পুঠিয়ায় সাপের কামড়ে তামিম ইকবাল নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার রাতে পুঠিয়া উপজেলার ইউনিয়নের ধোপাপাড়ার চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তামিম একই এলাকার নবী হোসেনের ছেলে।

মৃত তামিমের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাবার খেয়ে নিজের শয়নকক্ষে ঘুমাতে যায় সে। রাত ১টার দিকে তামিমের হাত মশারির বাইরে চলে যায়। এ সময় একটি বিষধর সাপ তামিমের হাতে কামড় দেয়। এতে তামিম চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে উঠে সাপটিকে মেরে ফেলে। আর সাপের কামড়ে তামিমের অবস্থা গুরুতর হলে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রামেক হাসপাতালে তামিমকে প্রেরণ করা হয়। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫টার দিকে তামিমের মৃত্যু হয়।