বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মানুষের মনে কি চলছে তা এবার শনাক্ত করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সোজা কথায় বললে, মানুষের মনে কি চিন্তা চলছে তা ব্যক্তির মস্তিষ্কের তরঙ্গ থেকেই জানা যাবে। কেবল তাই নয়, সেই তরঙ্গকে আবার শব্দে রূপান্তরিতও করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনই এক মডেল আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞান সাময়িকী নেচার নিউরোসায়েন্সে প্রকাশিত এক নিবন্ধের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এ গবেষণায় যুক্তরাষ্ট্রের অস্টিনে অবস্থিত ইউনিভার্সিটি অব টেক্সাসের নিউরোসায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক অ্যালেক্স হাথের নেতৃত্বে একদল গবেষক কাজ করেছেন। তারা বলছেন, মস্তিষ্ক বা ব্রেইন কম্পিউটার বানানোর ক্ষেত্রে এটি একটি বিরাট অগ্রগতি।
নতুন এ মডেল অনুসারে, বিজ্ঞানীদের আবিষ্কৃত সেমানটিক ডিকোডার (যা তরঙ্গকে শব্দে রূপান্তরিত করে) সরাসরি মানুষের মস্তিষ্কে সরাসরি রোপণ করা হয় না। তার পরিবর্তে একটি ফাংশনাল ম্যাগনেটিক রিসোন্যান্স ইমেজিং বা এফএমআরআই স্ক্যানারের সাহায্যে মানুষের মস্তিষ্কের তরঙ্গকে চিহ্নিত করা হয় এবং তার পর ডিকোডারের সাহায্যে তা শব্দে রূপান্তর করা হয়।
এ বিষয়ে অ্যালেক্স হাথ বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে দীর্ঘ সময় ধরে জটিল ধারণাসহ মানুষের মস্তিষ্ক থেকে শব্দ ডিকোড করার একটি মডেল আবিষ্কার করেছি।’
এ আবিষ্কার যারা বিভিন্ন ধরনের স্ট্রোকের কারণে কথা বলতে অক্ষম কিন্তু মস্তিষ্ক সচল তাদের যোগাযোগ করার একটি নতুন দ্বার খুলে দেবে। তবে গবেষকরা বলছেন, তাদের মডেলে আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে। কারণ, এখন তাদের মডেল কেবল নির্দিষ্ট কিছু চিন্তার ক্ষেত্রে তাকে শব্দে রূপান্তরিত করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।