মহাকাশে ক্ষতিকর রশ্মি ক্রমান্বয়ে ছড়িয়ে রয়েছে!

মহাকাশে ক্ষতিকর রশ্মি

মহাকাশে কি ক্ষতিকর রশ্মি (আলফা, গামা, বিটা) ছড়িয়ে রয়েছে? আমাদের সূর্যের ভেতর অনবরত হাইড্রোজেন বিস্ফোরণ ঘটছে। সেখানে সেকেন্ডে প্রায় ৬০ কোটি টন হাইড্রোজেন পুড়ছে। তাহলে বুঝতেই পারছ মহাশূন্যে কী পরিমাণ রশ্মি ছড়িয়ে পড়ছে।

মহাকাশে ক্ষতিকর রশ্মি

এগুলোকে কসমিক রে বা মহাজাগতিক রশ্মি বলে। এখন প্রশ্ন হলো এগুলো আমাদের জন্য ক্ষতিকর কি না। অবশ্যই ক্ষতিকর। কিন্তু সূর্য তো আমাদের থেকে ৯ কোটি ৩০ লাখ মাইল দূরে। তাই এর ক্ষতি সাধনের ক্ষমতা বেশ কমে যায়। আলফা, বিটা, গামা সব ধরনের রশ্মিই মহাকাশে ছড়িয়ে রয়েছে।

তবে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে বলে সব সময় এই সব রশ্মি আমাদের ক্ষতি করতে পারে না। আর মহাশূন্যে তো যথেষ্ট প্রস্তুতি নিয়েই সবাই যান। মহাজাগতিক রশ্মি যেন তাদের ক্ষতি করতে না পারে, সে জন্য স্পেস স্যুটে বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকে।