আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে মহামারী বিরোধী নীতিমালায় সমতাকে অগ্রাধিকার দেয়া হয়নি বলে জানিয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে এ কথা জানান তিনি।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৪-৪৫ সালে জাতিসংঘ, আইএমএফ এবং বিশ্বব্যাংক জন্ম নিয়েছিল। দীর্ঘদিনের পুষ্টিহীনেরা আগের চেয়ে অনেক বেশি ভালো খাবার পেতে শুরু করেছিল। চিকিৎসার ক্ষেত্রেও প্র উন্নতি সাধিত হয়েছিল। শান্তিকামী মানুষ এককাতারে এসে দাঁড়িয়ে একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু বর্তমান মহামারিবিরোধী নীতিগুলোতে সমতাকে বিশেষভাবে অগ্রাধিকার হিসেবে দেখা যাচ্ছে না। যেন এখনও একে অন্যকে শক্র গণ্য করছে।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের পর শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গ আমেরিকানদের মৃত্যুর হার বেশি। শিকাগোতে মহামারিতে মারা যাওয়া ব্যক্তিদের ৭০ শতাংশ আফ্রিকান আমেরিকান, অথচ তারা মোট জনসংখ্যার মাত্র ৩০ শতাংশ। অভ্যন্তরীণ বৈষম্যের দোষে বহু দেশ ভুগছে। এ কাতারে ব্রাজিল, হাঙ্গেরি থেকে শুরু করে ভারত পর্যন্ত আছে।ভারতেও অহিন্দু ও নিম্নবর্গের মানুষদের প্রতি বৈষম্য করা হচ্ছে।
সব দেশেই শ্রমিকদের দিকে নজর দেওয়া হচ্ছে কম। যারা কাজ হারাবেন, যারা অভিবাসী শ্রমিক বা যারা বাড়ি থেকে শত শত মাইল দূরে আছেন, তাঁদের কথা খুব কমই ভাবা হচ্ছে।ফলে এমন চললে আগামীর বিশ্বের ভবিষ্যত এখনও অনিশ্চিতই মনে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।