জুমবাংলা ডেস্ক : যশোরের অভয়নগরে দাঁড়িয়ে থাকা একটি সারবোঝাই ট্রাক উল্টে গেছে। হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বিকালে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া রেলস্টেশন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার বাসিন্দা ট্রাকচালক ওবাইদুর রহমান জানান, নওয়াপাড়া বাজারের মেসার্স মাসুদ ব্রাদার্স থেকে আনুমানিক চার শ বস্তা সারবোঝাই করা হয়। বিকালে সারবোঝাই ট্রাকটি নওয়াপাড়া রেলস্টেশন বাজারে মহাসড়কের পাশে পার্কিং করে তিনি ও হেলপার ট্রাক থেকে নেমে যান। এরপরই ট্রাকের এক্সএল ভেঙে সড়কের ওপর ট্রাকটি উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। সারগুলো টেকেরহাট এলাকায় পৌঁছানোর কথা ছিল বলে তিনি জানান।
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খান এহসান উল আলম কালের কণ্ঠকে জানান, উল্টে যাওয়া ট্রাক থেকে সার আনলোড করা হয়েছে। তবে ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে। অল্পের জন্য সড়কের পাশের ব্যবসায়ী ও পথচারীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।