জুমবাংলা ডেস্ক : সিলেটে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা বন্ধে ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে বাস মালিকরা।
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক, শ্রমিক ও সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা বাস মিনিবাস মালিক, শ্রমিক গ্রুপের যৌথ উদ্যোগে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুলে মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তারা বলেন, অটোরিকশা (সিএনজি) গ্রীল সংযোজন, চালকের আসন মোটরযান আইন অনুযায়ী সংযোজন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে হাইওয়ে রোডে চলাচলকারী অটোরিকশা বন্ধসহ ৩ জনের অধিক যাত্রী বহন না করা ও রেজিস্ট্রেশন বিহীন অটোরিকসা সিলেট জেলায় চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাস মালিক গ্রুপের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো.সোহেল আহমদ চৌধুরীর।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মালিক সমিতির ম্যানেজার জাহাঙ্গীর খান ও সিলেট-জগন্নাথপুর-সুনামগঞ্জ, সিলেট-বিশ্বনাথ-রামপাশা বাস মালিক সমিতির ম্যানেজার নজরুল ইসলাম মনিরের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা মালিক সমিতির অর্থ সম্পাদক মো.জোয়াহির মিয়া, সহ সম্পাদক হেলাল মিয়া, দপ্তর সম্পাদক আব্দুর রকিব, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন মবু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি শাহ নুরুর রহমান, সহ সভাপতি মৌরশ আলী, মোক্তার আহমদ, সেক্রেটারী আব্দুল কাইয়ুম, সদস্য পানসুর আলী, জগন্নাথপুর বাস মালিক সমিতির সভাপতি রুহেল আহমদ, সহ সভাপতি আব্দুল মালেক তালুকদার, সেক্রেটারী শাহীন আহমদ, সদস্য হাজী ফারুক মিয়া, সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি মো.বাবর মিয়া, সিলেট-জগন্নাথপুর-সুনামগঞ্জ, সিলেট-বিশ্বনাথ-রামপাশা বাস শ্রমিক সমিতির সভাপতি মো.ফজর আলী, সম্পাদক মো.শাহজাহান মিয়া ও সাবেক সহ সভাপতি ইরন মিয়া প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।