আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজনীতি বলতেই নাটকীয় পট। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে দেশটির রাজনীতির চিত্র। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আটকাতে নানা পদক্ষেপ নিয়েছে দেশটি। এরপরও আটকানো যায়নি তাকে। জেলে থেকেও তার দল পিটিআই স্বতন্ত্র হিসেবে সর্বোচ্চসংখ্যক আসন পেয়েছে। ফলে তাকে আরও ঠেকাতে উঠেপড়ে লেগেছে বিরোধী দলগুলো।
জিও নিউজ জানিয়েছে, ইমরান খানকে ঠেকাতে পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিবীদ জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের কাছে ধরনা দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) চেয়ারম্যান শাহবাজ শরিফ। তিনি তাকে জোটে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার মাওলানা ফজলুর রহমানের বাসভবনে দেখা করেন তিনি। রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠকে পিএমএল-এনের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সূত্র জানিয়েছে, শাহবাজ মাওলানাকে বলেন, আমরা সবসময় আপনার থেকে দিক নির্দেশনা পেয়ে থাকি। দেশ ও জাতির এ ক্রান্তিকালে আপনাকে আবারও প্রয়োজন। এই সময়ে কেউ খুশি মনে সরকারে কেউ অংশ নিতে চাচ্ছে না। আপনি আবার সবাইকে নির্দেশনা দেবেন।
মাওলানা শাহবাজের এ প্রস্তাব মানেননি। উল্টো তিনি নির্বাচন নিয়ে নিজের আপত্তি এবং ভোটে দলের জাল-কারচুপির দাবি নিয়েও অভিযোগ করেছেন।
মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা দেশ ও জাতির কল্যাণে ত্যাগ স্বীকার করে আসছি। কিন্তু নির্বাচনে আমাদের ম্যান্ডেট চুরি হয়ে গেছে। দলের সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলাম বিরোধী দলে অবস্থান নেবে।
সূত্র জানিয়েছে, শাহবাজ শরিফ মাওলানাকে বলেন, মিয়া সাহেব! এই নির্বাচনেও আমাদের সঙ্গে নজিরবিহীন ঘটনা ঘটেছে। আমি অবশ্যই মজলিজে শূরায় আপনার পরামর্শের কথা জানাব। দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।