আন্তর্জাতিক ডেস্ক: নিজের মাকে খুন করে তার শরীর কেটে ছিন্নবিচ্ছিন্ন করে খাওয়ার অভিযোগে স্পেনে এক যুবকের বিচার শুরু হয়েছে। খবর বিবিসি’র।
মাদ্রিদের পূর্বাঞ্চলে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনার পর বাড়ি থেকে তাকে আটক করেছিল পুলিশ।
ঘটনার সময় আলবার্তো স্যানচেজে গোমেজের বয়স ছিল ২৬ বছর। ৬৬ বছর বয়সী তার মায়ের এক বন্ধুর কাছে খবর পেয়ে তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, আলবার্তোকে যখন আটক করা হয়, তখন তার মায়ের শরীরের বিভিন্ন অংশ অ্যাপার্টমেন্টে ছড়ানো ছিল। কিছু অংশ প্লাস্টিকের পাত্রেও রাখা ছিল। ধারণা করা হয়, এই যুবক আটকের আগমুহূর্ত পর্যন্ত মাদক গ্রহণে অভ্যস্ত ছিলেন। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
স্থানীয় পত্রিকা এল মুন্দু জানিয়েছে, আলবার্তোকে আটকের সময় তিনি তার মায়ের মাংস রান্নার জন্য প্রস্তুত করছিলেন, কিছু অংশ ভরে রেখেছিলেন পাত্রে।
প্রাথমিকভাবে ওই যুবক তার মাকে হত্যা এবং তার মাংস খাওয়ার কথা স্বীকার করেন বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তিনি জানান, কিছু মাংস তিনি খেয়েছিলেন; কিছু কুকুরকেও খাইয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।