জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় ছেলে আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার পুনট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ওই এলাকার হেমন্ত চন্দ্র রায়ের মেয়ে শাপলা রানী ও তার স্ত্রী সাবিত্রী রানী। আহত ছেলে ক্ষিতিশ চন্দ্র।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সারাদিন বাড়িতে ধান মাড়াই করার পর মা সাবিত্রী রানী গোসল শেষে বাড়ির আঙিনায় থাকা বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় মেয়ে শাপলা রানী দৌড়ে এসে মাকে বাঁচানোর করলে ঘটনাস্থলে দুইজনেরই মৃত্যু হয়। ওই ঘটনায় মা-বোনকে উদ্ধার করতে গিয়ে ভাই ক্ষিতিষ চন্দ্র রায়ও আহত হন। পরে স্থানীয়রা আহত ক্ষিতিষ চন্দ্রকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাড়ির বিদ্যুৎ মিটারের তার ছিঁড়ে জিআই তারে বিদ্যুৎ সংযোগ হয়েছিল বলে জানান স্থানীয়রা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ওসি সুব্রত সরকার বলেন, এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।