জুমবাংলা ডেস্ক: মাগুরা সদর উপজেলার মঘি গ্রামে ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ি থেকে সুমাইয়া খাতুন রচনা (১৪) নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
রবিবার ভোররাতে গলায় দড়ি দিয়ে সুমাইয়া আত্মহত্যা করেছে খবর পাওয়া যায়। তবে তার মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সুমাইয়া খাতুন মাগুরা সদর উপজেলার বাশুদেবপুর গ্রামের দরিদ্র বিল্লাল মোল্লার মেয়ে। সে দীর্ঘ সাত বছর ধরে মঘি ইউনিয়নের চেয়ারম্যান হাসনা হেনা সর্দারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছিল।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, রবিবার সকালে সুমাইয়া তার ঘরের দরজা না খোলায় বাড়ির সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
মৃত সুমাইয়ার বাবা বিল্লাল মোল্লার অভিযোগ, তার মেয়েকে হত্যা করে দড়ি দিয়ে ঝুলানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।