স্পোর্টস ডেস্ক: আইপিএলের দ্বিতীয়-পর্বের শুরুতেই ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভোর ওপর রেগে আগুন হয়ে গেলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ‘ক্যাপ্টেন কুল’-এর এমন রাগ দেখে বিস্মিত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচে ব্র্যাভোর সঙ্গে বিভ্রান্তিতে পড়ে সহজ ক্যাচ মিস হয়। তাতেই ডোয়েন ব্র্যাভোর ওপর রেগে যান ‘ক্যাপ্টেন কুল’। চোখেমুখে ফুটে ওঠে তার রাগ।
রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৭.৪ ওভারে দীপক চাহারের বলে শর্ট ফাইন লেগের ওপর দিয়ে প্যাডল মারতে যান মুম্বাই ইন্ডিয়ানসের সৌরভ তিওয়ারি। কিন্তু ব্যাট-বলে টাইমিং হয়নি।
বল শূন্যে উঠে যায়। পেছন দিকে ছুটে ক্যাচ ধরতে যান ধোনি। ৩০ গজের কাছে দাঁড়িয়ে থাকা ব্র্যাভোও আসেন ক্যাচ ধরতে। ধোনি ব্রাভোকে ক্যাচ ধরতে মানা করেন। কিন্তু ব্র্যাভো অধিনায়কের কথা না শুনে তিনিও কল দেন।
এর পরই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুজনেই ক্যাচ ধরার চেষ্টা করেন। দুজনের মাঝে এই বিভ্রান্তের কারণে সহজ ক্যাচ ফসকে যায়।
এতে রেগে-মেগে আগুন হয়ে যান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি। রীতিমতো চোখমুখ বড় করে ব্র্যাভোর ওপর ক্ষোভ উগরে দেন। ধোনির উদ্দেশে ব্র্যাভোকেও অঙ্গিভঙ্গি করতে দেখা যায়।
ভিডিওতে দেখুন-
https://youtu.be/pdKzoJHCh9c
রোববার থেকে সংযুক্ত আরব আমিরাতে ফের শুরু হওয়া আইপিএলে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। ৬ উইকেটে ১৫৬ রান তোলে চেন্নাই।
রান তাড়া করতে নেমে সৌরভ তিওয়ারির অপরাজিত ৫০ রানের পরও ২০ রানে জিতে যায় চেন্নাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।