স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বাংলাদেশের মূলপর্বে খেলা নিয়েই শঙ্কা জেগেছিল। কঠিন সমীকরণে আটকে গিয়েছিল লাল-সবুজের স্বপ্ন। তবে পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত স্বপ্ন টিকিয়ে রেখেছে মাহমুদউল্লাহ বাহিনী।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে শুরুটা ভালো না হলেও শেষটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। এবার সে মন্ত্রে উজ্জীবিত হয়েই বিশ্বকাপের মূল পর্ব শুরু করতে চায় টিম টাইগার।
সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে। এই ফরম্যাটের বিশ্ব আসরে একবারই ওদের মুখোমুখি হয়েছিল লাল-সবুজ বাহিনী। যেখানে হার ছিল ৬৪ রানের। হেড টু হেডেও লঙ্কানরাই এগিয়ে। তবে শেষ ম্যাচ দুটোয় লঙ্কা থেকে জয় ছিনিয়ে নিয়ে এসেছিল টাইগাররা। ভালো স্টার্ট আপের আগে এটাই একমাত্র অনুপ্রেরণা।
২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, এবার বেশ তরুণ দল নিয়েই আমিরশাহিতে পা রেখেছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কা তাদের কোয়ালিফাইং রাউন্ডে তিনটি ম্যাচেই বেশ বড় জয় পেয়েছে। নমিবিয়াকে তারা ৯৬ রানে অলআউট করে দেয়। আয়ারল্যান্ডকে ১০১ রানে অলআউট করার পরে নেদারল্যান্ডসকে মাত্র ৪৪ রানে অল আউট করে একেবারে বিপর্যস্ত করেন লঙ্কান বোলাররা।
রবিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা।
শানাকা জানান, ‘টি-২০ খুব সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা। আমাদের দিনে আমরা কতটা বিপদজ্জনক দল তা সবাই দেখেছে। আমাদের প্রত্যেকটা ক্রিকেটার ভালো খেলেছে। তারা দেখিয়ে দিয়েছে তাদের ক্ষমতা রয়েছে টুর্নামেন্টে ভালো কিছু করার। কোয়ালিফায়ারের ম্যাচগুলো জেতার পরে দল আলাদা একটা ছন্দও পেয়েছে। এটা সবার জন্য ভালো। আমি মনে করি বাংলাদেশের তুলনায় আমরা অনেক বেশি ভালো দল। আমাদের তাই খেতাব জয়ের সুযোগটা অনেকটাই বেশি।’
টাইগার হেড কোচ বলেন, ‘আমার টিমের এক্স ফ্যাক্টর কোনো একজন নয়। পুরো দলটা এক হয়ে খেলতে পারাটাই আসল। মুশি-লিটনের খারাপ সময় যাচ্ছে, তবে সেটা স্থায়ী নয়। একটা ম্যাচেই সব বদলে যেতে পারে। সোহান আর আফিফ বিগ হিটার। তারা হয়তো ক্লিক করছে না, কিন্তু তাই বলে তো আস্থা হারাতে পারি না। দলে পরিবর্তন আনবো উইকেট বিবেচনায়। কারো ফর্ম এখানে মুখ্য হবে না।’
লঙ্কানরা পরিচিত প্রতিদ্বন্দ্বী। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিতে কিছুদিন আগেই তাদের সঙ্গে খেলেছে বাংলাদেশ। তাই আলাদা করে কোনো ভাবনা নেই লায়নদের নিয়ে। নিজেদের দিনে যে প্রতিপক্ষের নাম কখনই ম্যাটার করে না রিয়াদ বাহিনীর জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।