জুমবাংলা ডেস্ক: মাদক সেবনের অপরাধে মাদকাসক্ত সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। রবিবার এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের মুক্তাগাছায়।
মাদকাসক্ত ওই তরুণের নাম ইব্রাহীম মিয়া (৩৪)। সে উপজেলার পাড়াটঙ্গী গ্রামের তারা মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালত তাকে নগদ ৫শ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রবিবার দুপুরে এ কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কেএম লুৎফর রহমান।
এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাদকাসক্ত ইব্রাহীমের কারণে দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তির সৃষ্টি হচ্ছে বলে জানান তারা মিয়া দম্পতি। রবিবার দুপুরে উপজেলার পাড়াটঙ্গী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ওই এলাকার স্থানীয় বাসিন্দা তারা মিয়া দম্পতি তাদের সন্তান ইব্রাহীমকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেন। সে বাড়িতে প্রতিনিয়ত মাদক সেবন করে। মাদক সেবনের টাকা না পেয়ে পরিবারের লোকজনের ওপর অত্যাচার করে আসছে দীর্ঘদিন যাবত। তার বাবা-মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকসহ হাতেনাতে আটক করে। ঘটনার সত্যতা পাওয়ায় মাদক সেবনের অপরাধে ইব্রাহীমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, এদিন দুপুরেই মুক্তাগাছা থানা পুলিশ কারাদণ্ডপ্রাপ্ত ইব্রাহীমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
ইব্রাহীমের বাবা তারা মিয়া জানান, হাজার নিষেধ করার পরেও আমার ছেলে মাদক সেবন বন্ধ না করায় বাধ্য হয়ে আমাকে প্রশাসনের সাহায্য নিতে হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।