ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকার দেশ মাদাগাস্কারে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা দেশজুড়ে চলা ‘জেন-জি’ তরুণদের আন্দোলন উপেক্ষা করেছেন। পদত্যাগের দাবি স্বীকার না করে তিনি অভিযোগ করেছেন, বিরোধীরা এই আন্দোলনের সুযোগ নিয়ে অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী আনতানানারিভোতে আবারও বিক্ষোভকারীরা রাস্তায় নামে। আন্দোলনের দাবি, প্রেসিডেন্ট জনগণের মৌলিক সেবা—পানি ও বিদ্যুৎ—সঠিকভাবে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, আন্দোলন শুরুর পর থেকে অন্তত ২২ জন নিহত হয়েছেন।
শুক্রবার পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে, যা ‘রিয়েল টিভি মাদাগাসিকার’ মাধ্যমে সম্প্রচারিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণ দিয়ে রাজোয়েলিনা বলেন, “জাতি ধ্বংস হলে কারও উপকার হবে না। আমি শুনতে ও সহযোগিতা করতে প্রস্তুত।” তবে তিনি প্রমাণ ছাড়া দাবি করেন, কিছু রাজনীতিক আন্দোলনের সুযোগ নিয়ে অভ্যুত্থানের পরিকল্পনা করছেন।
এদিকে, ‘জেন-জি’ আন্দোলন প্রেসিডেন্টের বক্তব্যকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। তারা ঘোষণা করেছে, ২৪ ঘণ্টার মধ্যে দাবির বিষয়ে ইতিবাচক সাড়া না পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিক্ষোভ রাজধানী ছাড়িয়ে উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর মাহাজাঙ্গা এবং দক্ষিণাঞ্চলের তোইলারা ও ফিয়ানারান্টসোয়াতে ছড়িয়ে পড়েছে।
অর্থনীতির দিক থেকে মাদাগাস্কার বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম। ২০২২ সালের তথ্য অনুযায়ী, দেশটির ৩ কোটি ২০ লাখ মানুষের ৭৫ শতাংশই দারিদ্র্যসীমার নিচে বাস করত। রাজোয়েলিনা গত সোমবার সরকার ভেঙে আলোচনার আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী রাসাতা রাফারাভাভিতাফিকার দাবি, দেশটি ‘বড় ধরনের সাইবার হামলা’ ও ‘টার্গেটেড ডিজিটাল প্রোপাগান্ডার’-এর শিকার হচ্ছে।
উল্লেখ্য, রাজোয়েলিনা প্রথম ক্ষমতায় আসেন ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে। আন্তর্জাতিক চাপের মুখে ২০১৩ সালের নির্বাচন থেকে সরে দাঁড়ালেও, ২০১৮ ও ২০২৩ সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছেন।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।