জুমবাংলা ডেস্ক : রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় দুই হরিণের মারামারি হয়েছে। এতে একটি হরিণ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বৃহস্পতিবার সকালে ওই মৃত হরিণের দেহ দেখতে পেয়ে উদ্ধার করেন চিড়িয়াখানার কর্মীরা। পরে চিড়িয়াখানা চত্বরে হরিণের মৃতদেহ মাটিচাপা দেয়া হয়। শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাটি পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, এখন হরিণের প্রজননকাল। এ সময়ে বেশিরভাগ উত্তেজিত হয়ে থাকে হরিণরা। সম্প্রতি একটি মাদি হরিণের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য দুটি পুরুষ হরিণের মারামারি হয়। এতে একটি পুরুষ হরিণ আরেকটি পুরুষ হরিণের পেটের ভেতর শিং দিয়ে গুঁতো দেয়। ফলে ওই হরিণটি মারা যায়।
চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ উদ্দিন বলেন, কর্মচারীদের মাধ্যমে হরিণের মারামারির খবর কর্তৃপক্ষ জানতে পারে। এরপর হরিণটিকে চিড়িয়াখানার সীমার মধ্যেই মাটিচাপা দেয়া হয়।
গত এপ্রিলেই ক্ষুধার্ত কুকুরের হামলার শিকার হয় একই চিড়িয়াখানার চার হরিণ। এক পর্যায়ে সেগুলো মারাও যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।