স্পোর্টস ডেস্ক : নিউ জিল্যান্ডে সবগুলো ম্যাচে পরাজয়, এরপর শেষ টেস্টের আগে মৃত্যুকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরা। বিরতি শেষে বাংলাদেশ দল আবারো ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে, এবারো সফরকারীর ভূমিকায়। বিদেশের পরিবেশে বাংলাদেশের মতো উপমহাদেশের বিচিত্র কন্ডিশনে বেড়ে ওঠা দলের জন্য ভালো করা একটু কঠিনই।
তবে জাতীয় দলের বিশ্বস্ত ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন মনে করেন, মানসিকভাবে টাইগাররা দৃঢ় থাকলে আয়ারল্যান্ড সিরিজে এবং এরপর মহাগুরুত্বপূর্ণ বিশ্বকাপে ভালো করা সম্ভব।
২৮ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘হঠাৎ করে কোনোকিছু করা এত সহজ না। ভালো করতে হলে যথেষ্ট পরিমাণ প্রস্তুতির প্রয়োজন আছে।’
এই টপ অর্ডার ব্যাটসম্যানের কাছে ভালো পারফরম্যান্স একটি ‘দায়িত্ব’। তিনি বলেন, ‘পারফরম্যান্স করার ব্যাপারটা একটা দায়িত্ব। আমি বাংলাদেশ দলের হয়ে খেলছি, যে পজিশনে খেলছি, সেখান থেকে দলকে নিজের সেরাটা দেওয়া আমার দায়িত্ব।’
ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুত হলেও বাংলাদেশ দলের মূল দৃষ্টি বিশ্বকাপে- এ নিয়ে সন্দেহ নেই। তবে মিঠুন জানালেন, প্রস্তুতির ক্ষেত্রে প্রতিটি ম্যাচেই দিতে হয় সমান গুরুত্ব, ‘শুধু বিশ্বকাপই নয়, প্রত্যেকটা ম্যাচের জন্যই আলাদাভাবে প্রস্তুত হতে হয়। এখনো বিশ্বকাপের বেশ কিছু সময় বাকি আছে। এখানে মানসিক সেটআপ বেশ গুরুত্বপূর্ণ।’
ক্রিকেটাররা নিজেদের সেরাটা মাঠে দিতে পারলে সাফল্য আসবে উল্লেখ করে মিঠুনের ভাষ্য, ‘বিশ্বকাপ অবশ্যই বড় একটি আসর। সব দলের বিপক্ষেই আমাদের লড়তে হবে। সবাই যদি দলের জন্য নিজেদের সেরাটা মাঠে দিতে পারি তাহলে অবশ্যই ভালো করার সম্ভাবনা আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।