সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জে নারী ও শিশু সচেতনতাম‚লক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্প জিওবি এর আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসেনর সার্বিক সহযোগিতায় জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেনের সঞ্চালনায় এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ জামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সদর উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, জাতীয় মহিলা সংস্থার মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রীমতি লক্ষী চ্যাটার্জী, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফারুক হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা, দ‚র্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, করোনাভাইরাস সংক্রমণ রোধ,জীবন তথ্য ও KHHP, নারী ও শিশুর প্রতি সহিংসতা, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয়েছে।
নারী ও শিশু উন্নয়নে বর্তমান সরকারের নানা উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে বিধান চন্দ্র কর্মকার বলেন, নারী ও শিশুর উন্নয়ন হলে দেশের আরো অগ্রগতি হবে। নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মস‚চী, দ‚র্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।