মোঃ সজল আলী, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপরে পল্লী চিকিৎসক হওয়া সত্ত্বেও নামের সাথে ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার অভিযোগে এক পল্লী চিকিৎসককে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২১ সেপ্টম্বর) বিকেলে উপজেলার ঝিটকা বাজারে পল্লী চিকিৎসক মোঃ গিয়াস উদ্দিন ভূইয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী দশ হাজার টাকা অর্থদন্ড (অনাদায়ে ০১ মাসের কারাদণ্ড) প্রদান ও মেডিক্যাল প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হয়েছে।
হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বিল্লাল হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান ও মেডিক্যাল প্র্যাকটিস বন্ধ করে দেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জানা যায়, সম্প্রতি পল্লী চিকিৎসক মোঃ গিয়াস উদ্দিন ভূইয়ায় ভূল চিকিসায় উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা সিকদারপাড়া গ্রামের বাসিন্দা নয়ন মিয়ার ছেলে শাহজাহানের (৩৫) মৃত্যু হয়।
পরে ওই চিকিৎসক ঝিটকা বাজার কমিটির মাধ্যমে নিহত শাহজাহানের পরিবারকে ষাট হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করেছেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।