সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌরসভায় ভোট কারচুপির অভিযোগ জানিয়ে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী আতাউর রহমান আতা।
সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ৩ টায় আতাউর রহমান আতা নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান। এসময় জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট জামিলুর রশিদ খান, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আজাদ হোসেন খান, যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন, সদস্য এ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম, মাসুদ রানাসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আতাউর রহমান আতা বলেন, পৌরসভার ২৫টি কেন্দ্রের সকল কেন্দ্রের সকাল ৯ টার পর হতে বিএনপির এজেন্টদের ভয়-ভীতি প্রদর্শন করে বের করে দিয়ে নৌকা প্রতীকের বটমে জোর করে ভোট গ্রহণ করছে। কয়েকটি কেন্দ্রে কিছু সংখ্যক ইভিএমে বটম চাপ দিয়ে ধানের শীষের প্রতীক পাওয়া যায় নাই বলে এজেন্টদের অভিযোগ রয়েছে। এই প্রক্রিয়ায় নির্বাচন জনসাধারণের কাছে গ্রহণযোগ্য নয়। সে জন্য অদ্যকার প্রহসনের পৌর নির্বাচন স্থগিত পূর্বক পুনরায় ভোট গ্রহণের ব্যবস্থা নেওয়া ও তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সুষ্ঠু ভোট হলে বিএনপি প্রার্থীর কোন এজেন্ট লাগবে না মন্তব্য করে এ্যাডভোকেট জামিলুর রশিদ খান বলেন, আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। গত নির্বাচনগুলোতে ভোট কারচুপির মাধ্যমে তারা এর প্রমাণ দিয়েছে। গত পৌর নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে রমজান তৃতীয় স্থান অধিকার করেছিলেন। এ নির্বাচনে ইভিএম কারচুপির মাধ্যমে নৌকা প্রতীককে জয়ী করতে মরিয়া হয়ে উঠেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



