জুমবাংলা ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘সরকার করোনা প্রতিরোধে তিন কোটি ভ্যাকসিন বুকিং দিয়েছে। কিন্তু দেশের মানুষ জানেনা তিন কোটি টিকা তিন কোটি মানুষ পাবেন নাকি দেড় কোটি মানুষ দুটি করে টিকা পাবেন।’
তিনি বলেন, ‘দেশের বাকি ১৪ থেকে ১৫ কোটি মানুষ কিভাবে টিকা পাবেন তা সরকারকেই পরিস্কার করতে হবে।’
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক পার্টি আয়োজিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এ কথা বলেন।
নকল টিকায় যেন সয়লাব না হয়, ভ্যাকসিন নিয়ে যেন কোন প্রতারণা না হয় সেজন্য সরকারকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘বিশ্বের অন্যতম ধনী দেশ যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা তাদের দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করবে। এমন বাস্তবতায় আমাদের দেশের ৯০ ভাগ মানুষ পয়সা খরচ করে টিকা নিতে পারবেনা। তাই দেশের সাধারণ মানুষকে বাঁচাতে বিনামূল্যে টিকা সরবরাহ করতে হবে।’
টিকা সংরক্ষণ ও পরিবহনের জন্য সার্বিক প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরিফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ‘শোষণ, বৈষম্য, জুলুম আর নির্যাতন থেকে মুক্তি পেতে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিলো।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মুক্তির জন্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু মুক্তি পাইনি। এখনো সমাজে বৈষম্য ও বঞ্চনা বিদ্যমান।’
জি এম কাদের বলেন, ‘৯১ পরবর্তী সরকারগুলোর শাসনামলে সরকারী দল না করলে চাকরি মেলেনা, ব্যবসা মেলেনা, অন্যায় করলে বিচারের মুখোমুখি হতে হয়না। সুশাসন ও আইনের শাসনের অভাবে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ হয়না। অথচ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর শাসনামলে সামাজিক বৈষম্য ছিলনা, জীবনের নিরাপত্তার অভাব ছিলনা। সরকারী কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন। চাকরী, ব্যবসা ও আইনের চোখে সবাই সমান ছিলো। কোন দলবাজী ছিলনা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নয় বছরের শাসনামলে।’
তিনি আরও বলেন ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্বাধীনতার স্বাদ গণমানুষের দ্বারপ্রান্তে পৌছে দিতে কাজ করেছেন। আমরা পল্লীবন্ধর আদর্শে নতুন বাংলাদেশ গড়ে স্বাধীনতার সুফল গণমানুষের মাঝে পৌছে দেবো। শোষন, বঞ্চনা থেকে মুক্তি দিতেই জাতীয় পার্টির রাজনীতি।’
জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছাড়াও বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।