জুমবাংলা ডেস্ক : আদালতে মামলার সত্যতা প্রমাণিত না হওয়ায় মামলার বাদী আব্দুর রশিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আরিফুর রহমান এ আদেশ দেন।
জানা গেছে, ২০২০ সালে তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের আব্দুর রশিদ (৫৫) একই গ্রামের ক্বারী আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান ও আব্দল হককে আসামি করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। তদন্ত শেষে মামলার বাদী ঘটনার সত্যতা প্রমাণ করতে পারেনি। গত ২৭ নভেম্বর আদালতের বিচারক ওই মামলাটি খারিজ করে মামলার বাদী আব্দুর রশিদকে আদালতে শোকজ করেন।
সোমবার মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে শোকজের জবাব দাখিল করেন। শোকজের জবার সন্তোষজনক না হওয়ায় আদালতের বিচারক বাদীকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বাদীকে কারাদণ্ডের আদেশ দেওয়ার ঘটনায় আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আদালতের আইনজীবী মো. বদরুল হাসান বাকের বলেন, শোকজের জবার সন্তোষজনক না হওয়ায় আদালতের বিচারক মামলার বাদী মো. আব্দুর রশিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।