স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুল ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাবেক ফুটবল তারকা ও খ্যাতিমান ক্রীড়া ধারাভাষ্যকার মাইকেল রবিনসন মারা গেছেন (ইন্না লিল্লাহি ও ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে এক সময়ের তারকা এই স্ট্রাইকারের বয়স হয়েছিল ৬১ বছর।
মঙ্গলবার রবিনসনের টুইট থেকেই তার মৃত্যুর খবর জানায় পরিবার, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মাইকেল আর নেই।”
২০১৮ সাল থেকে স্কিন ক্যানসারে ভুগছিলেন রবিনসন। স্পেনে নিজ বাড়ি মারবেলাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আক্রমণভাগের এই ফুটবলার।
লিভারপুলের হয়ে ১৯৮৩-৮৪ সময়ে মাত্র এক মৌসুম খেলে লিগ শিরোপা, ইউরোপিয়ান কাপ ও লিগ কাপ জেতেন রবিনসন। অল রেডদের জার্সি ছাড়াও প্রেসটন, ম্যানচেস্টার সিটি, ব্রাইটন ও কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে খেলেও ক্যারিয়ার সমৃদ্ধ করেন আক্রমণভাগের এই খেলোয়াড়। লা লিগার ওসাসুনার হয়ে খেলে ক্যারিয়ারে ইতি টানেন ১৯৮৯ সালে।
আইরিশ জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচ খেলে গোল করেন রবিনসন। খেলা থেকে অবসরের পর ধারাভাষ্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি।
রবিনসনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে টুইট করেছে লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ- “আমরা গভীরভাবে দুঃখিত। লিভারপুল ফুটবল ক্লাবের প্রত্যেকের চিন্তাভাবনা মাইকেল পরিবার ও বন্ধুদের সঙ্গে এই দুঃসময়ে রয়েছে। শান্তিতে থাকুন মাইকেল।”
স্প্যানিশ দৈনিক এল পাইসের মতে, রবিনসন ফুটবল বিশ্লেষণের পথে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।