আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ঘুষ প্রদান ও প্রতারণার দায়ে অভিযুক্ত হওয়ার পর এবার ভারতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে নিজ দেশের সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই মামলার আবেদন করেছেন অ্যাডভোকেট বিশাল তিওয়ারি। এর আগে আদানি-হিন্ডেনবার্গ বিতর্কের সময়ও সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তিনি।
এদিকে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মামলায় ইতোমধ্যেই গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে সমন পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন।
আহমেদাবাদে শান্তিবন ফার্মে গৌতম আদানির বাড়িতে এবং বোড়াকেভে সাগর আদানির বাড়িতে এই সমন নোটিস পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ভারতের সরকারি কর্মকর্তাদের সাড়ে ২৬ কোটি ডলারের ঘুষের মামলায় মার্কিন মুলুকে ভাইপোসহ অভিযুক্ত হন ধনকুবের গৌতম আদানি। এছাড়া বেশ কয়েকজন ভারতীয় ব্যবসায়ীও এই মামলায় অভিযুক্ত হন।
জানা গেছে, ওই মামলায় গৌতম আদানির পাশাপাশি সাগর আদানি, আদানি গ্রিন এনার্জি লিমিটেডের নির্বাহী এবং আজিউর পাওয়ার গ্লোবাল লিমিটেডের নির্বাহী সিরিল কাবানেসকেও অভিযুক্ত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।