এই প্রথমবারের মতো কোনও গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন পোপ চতুর্দশ লিও, আর প্রথমবারেই মার্কিন ধনকুবের ইলন মাস্কের সম্পদের সমালোচনা করেছেন তিনি।কোম্পানির বেতনের কাঠামো নিয়েও সমালোচনা করেছেন পোপ, যেখানে উচ্চপদস্থ কর্মকর্তারা সাধারণ কর্মীদের তুলনায় অনেক বেশি বেতন পাচ্ছেন। এর উদাহরণ হিসেবে টেসলার সিইও ইলন মাস্কের জন্য প্রস্তাবিত এক ট্রিলিয়ন ডলারের বেতন পরিকল্পনার কথা উল্লেখ করেছেন পোপ।

নিজের আসন্ন আত্মজীবনীমূলক বইয়ের জন্য প্রথমবারের মতো কোনো গণমাধ্যমকে জুলাইয়ের শেষ দিকে সাক্ষাৎকার দিয়েছেন পোপ চতুর্দশ লিও, যেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন তিনি।
এতে উঠে এসেছে, জাতিসংঘ সম্পর্কে পোপ কী ভাবেন, পেরুতে কয়েক দশক ধরে মিশনারি হিসেবে কাজের ক্ষেত্রে তার অভিজ্ঞতা, শীর্ষ ক্যাথলিক নেতা হিসেবে নিজের ভূমিকার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয় এবং রাশিয়া-ইউক্রেইনের মধ্যে তিন বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে শান্তি প্রতিষ্ঠার আশার কথাও।রোববার ক্যাথলিক সংবাদমাধ্যম ‘ক্রাক্স’-এ প্রকাশিত এক ভিডিওর অংশে পোপ বলেছেন, “৬০ বছর আগে কোম্পানির যেসব বড় কর্মকর্তা বা সিইও সাধারণ কর্মীদের তুলনায় চার থেকে ছয় গুণ বেশি বেতন পেতেন এখন তারা ছয়শ গুণ বেশি বেতন পাচ্ছেন।
“গতকাল খবর বেরিয়েছে, ইলন মাস্ক হতে চলেছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার। এর মানে কী? বিষয়টি আসলে কী নিয়ে? এখন যদি কেবল অর্থ বা সম্পদই সবচেয়ে মূল্যবান বিষয় হয়ে দাঁড়ায় তবে আমরা সত্যিই বড় সমস্যার মধ্যে আছি।”
পোপ চতুর্দশ লিও আগের পোপ ফ্রান্সিসের তুলনায় অনেক বেশি সংযত ও মিতভাষী। পোপ ফ্রান্সিস প্রায়ই সাক্ষাৎকার দিতেন। তবে পোপ লিও সাধারণত সাবধানী ভঙ্গিতে ও আগে থেকে লিখিত বক্তব্য থেকেই কথা বলতে পছন্দ করেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে এসেছেন পোপ লিও। গত মে মাসে বিশ্বজুড়ে কার্ডিনালদের ভোটে পোপ হিসেবে এবারই প্রথম একজন মার্কিনী নির্বাচিত হলেন।
সাক্ষাৎকারে জাতিসংঘেরও সমালোচনা করেছেন পোপ। তিনি বলেছেন, জাতিসংঘ আর কার্যকরভাবে একাধিক দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা বা সমঝোতা গড়ে তুলতে পারছে না।
“জাতিসংঘ এমন এক জায়গা হওয়া উচিত, যেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সেগুলোর সমাধান খোঁজা হয়।“দুঃখের বিষয় বর্তমানে সবাই একরকম মেনেই নিয়েছে যে, জাতিসংঘ অন্তত এই মুহূর্তে বহু দেশের সমঝোতা বা আলোচনা করার ক্ষমতা হারিয়েছে বা সমাধান করতে পারছে না।”
এর আগে, পোপ নির্বাচিত হওয়ার সময় পোপ লিও বলেছিলেন, বিশ্বের একশ ৪০ কোটি ক্যাথলিকের নেতৃত্ব দেওয়ার বিভিন্ন আত্মিক বিষয়ে তিনি যতটা আত্মবিশ্বাসী, গোটা বিশ্বে কূটনৈতিক বিষয়ে বড় ভূমিকা পালনের জন্য ততটা নন।
‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি
“এ কাজের সম্পূর্ণ নতুন দিক হল, আমাকে বিশ্ব নেতাদের পর্যায়ে এসে কাজ করতে হয়েছে। আমি অনেক কিছু শিখছি এবং অনেক চ্যালেঞ্জের মুখেও পড়ছি। তবে আমি হার মানছি না। এ বিষয়ে আমাকে খুব দ্রুত কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে নিজেকে মানিয়ে নিতে হয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



