আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হলো চার দিন হতে চললো। কিন্তু এখনো নিশ্চিত হয়নি কে হলেন ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্ট। সব ফল প্রকাশ না হওয়ায় এই দীর্ঘসূত্রতা। খবর দ্য গার্ডিয়ান’র।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২৬৪টি ইলেক্টোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। জয়ের জন্য বাইডেনের প্রয়োজন মাত্র ৬ ভোট। নেভাডা, জর্জিয়া, পেনসিভেনিয়া এই তিন রাজ্যেই এগিয়ে আছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪টি। এইটা দ্য গার্ডিয়ানের সর্বশেষ তথ্য।
বিবিসির খবরে বলা হয়, মহামারির কারণে এবারের যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিপুল পরিমাণে পোস্টাল ব্যালট পড়েছে। একেকটি রাজ্যে পোস্টাল ব্যালট গণনার একেক ধরনের নিয়ম রয়েছে। সুতরাং প্রতিযোগিতা যদি তীব্র হয়, তখন গণনাতেও সময় বেশি লাগবে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য মিলিয়ে ৫৩৮টি ইলেকটোরাল ভোট রয়েছে। বিজয়ী প্রার্থীকে পেতে হবে ২৭০টি ভোট।
জো বাইডেন যদি পেনসিলভানিয়ায় জয় পান তাহলে তিনিই বিজয়ী হয়ে যাবেন। অথবা তিনি যদি জর্জিয়ার সঙ্গে নেভাডা, অ্যারিজোনা অথবা নর্থ ক্যারোলাইনার কোন একটি অঙ্গরাজ্যের ভোট পান, তাহলেও তিনি বিজয়ী হবেন। তবে জর্জিয়া ও নেভাডাতে লিড নিয়েছেন বাইডেন।
এদিকে বিজয়ী হতে হলে ট্রাম্পকে পেনসিলভানিয়ার সব ভোট পেতেই হবে, সেই সঙ্গে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, নেভাডা অথবা অ্যারিজোনার চারটি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত তিনটিতে বিজয়ী হতে হবে।
জর্জিয়া:
জর্জিয়াতে জো বাইডেন পেয়েছেন ২,৪৫৬,৮৪৫ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২,৪৫২,৮২৫ ভোট।
এই রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক বাহিনীর সদস্যদের জন্য পাঠানো ৮,০০০ ভোট আসা বাকি রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবারের মধ্যে এসব ভোট আসলে তা গণনায় যোগ হবে।
রাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেন্সবের্গার জানিয়েছে, রাজ্যটির ভোট পুনরায় গণনা করা হবে। অর্থাৎ এই রাজ্যের চূড়ান্ত ফল জানতে বেশ অপেক্ষা করতে হবে।
পেনসিলভানিয়া:
এই রাজ্যে জো বাইডেন ২৮,৮৩৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এখানে এখন পর্যন্ত ১,০২,৫৪১টি ভোট গণনা বাকি রয়েছে।
নির্বাচনের দিনের বা আগের ডাকবিভাগের ছাপ রয়েছে, এমন পোস্টাল ভোট জমা আসার শেষ দিন শুক্রবার বিকাল। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সব গণনা শেষ হতে আরো কয়েকদিন লেগে যেতে পারে।
গুরুত্বপূর্ণ এ বাটলগ্রাউন্ডের সেক্রেটারি অব স্টেট ক্যাতি বুকভার জানিয়েছেন, শুক্রবার বিকালের মধ্যে তাদের বেশিরভাগ ডাকভোট গণনা শেষ হয়েছে এবং তারা প্রভিশনাল ব্যালট গোনার প্রক্রিয়া শুরু করছেন।
নেভাডা:
এই রাজ্যে জো বাইডেন পেয়েছেন ৬৩২,৫৫৮ ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬০৯,৯০১ ভোট।
এখানের কর্মকর্তারা জানিয়েছেন, এখনো হাজার হাজার ভোট গণনা বাকি রয়েছে। এখানের বেশিরভাগই পোস্টাল ব্যালট। ফলে চূড়ান্ত ফল পেতে হয়তো আরো দুই একদিন লেগে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।