আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় এক পুলিশের মোটরসাইকেল কিনে বিপাকে পড়েছে এক প্রবাসী বাংলাদেশি। কাগজপত্র ছাড়া মোটরসাইকেল কিনে নানা হয়রানির পাশাপাশি জরিমানাও গুনতে হয়েছে তাকে।
সম্প্রতি মালয়েশিয়ার সেপাং জেলা সদর (আইপিডি)’র এক পুলিশ সদস্যের ব্যবহৃত একটি মোটরসাইকেল ক্রয় করেন এক প্রবাসী বাংলাদেশি। মোটরসাইকেলটির মূল্য বাবদ ১ হাজার ৫০০ রিঙ্গিত পরিশোধ করেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার টাকা।
মোটরসাইকেলের কোনো কাগজপত্র ছিল না। আবার ওই বাংলদেশির ড্রাইভিং লাইসেন্স ও রোড ট্যাক্স টোকেনও ছিল না। পুলিশের কাছ থেকে বাইক কিনেই চালানো শুরু করেন তিনি। কিন্তু রাস্তার ওঠার পরই শুরু হয় বিপদ। গত সপ্তাহে (৯ সেপ্টেম্বর) রাস্তায় স্থানীয় এক ‘বেরসিক’ নাগরিকের সামনে পড়েন তিনি।
একজন প্রবাসীর কাছে মোটরসাইকেল দেখে বাইকের কাগজপত্র দেখতে চান ওই মালয় নাগরিক। কিন্তু প্রবাসী ব্যক্তি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বিপরীতে তিনি তাকে বলেন, বাইকটি একজন পুলিশ সদস্যের কাছ থেকে কেনা।
তার এই কথায় সন্তুষ্ট হতে পারেননি স্থানীয় নাগরিক। তিনি মোটরসাইকেল ও প্রবাসীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি এক নাগরিকের সঙ্গে বিতর্ক করছেন। বলছেন, একজন পুলিশের কাছ থেকে মোটরসাইকেল কিনেছেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর ওই বাংলাদেশিকে শনাক্ত করে আটক করে সেপাং পুলিশ (আইপিডি)। তবে ওই বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
সেপাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ওয়ান কামরুল আজরান ওয়ান ইউসুফ জানান, প্রাথমিক পরিদর্শনের পর দেখা গেছে, ওই বাংলাদেশির কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। এছাড়া তিনি যে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার রোড ট্যাক্সও ছিল না।
এরপর সেপাং জেলা পুলিশ (আইপিডি) ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিভিশন লাইসেন্স না থাকায় ওই বাংলাদেশির বিরুদ্ধে রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ১৯৮৭ এর ২৬ (১) ধারায় তাকে জরিমানা করা হয়।
পুলিশ জানিয়েছে, বাইকটি মূলত সেপাং পুলিশের একজন সদস্যের। যান্ত্রিক ত্রুটির কারণে ওই পুলিশ সদস্য বাইকটি মেরামত করতে একটি গ্যারাজে দেন। সেটি দীর্ঘদিন ওই গ্যারেজেই পড়ে ছিল।
সম্প্রতি ওই দোকানে গিয়ে ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে মেকানিকের কাছে বাইকটি কেনার আগ্রহ প্রকাশ করেন ওই প্রবাসী বাংলাদেশি। মেকানিক মোটরসাইকেলের মালিক পুলিশ সদস্যের কাছে এই প্রস্তাব দিলে ওই পুলিশ সদস্য তা বিক্রি করতে রাজি হন।
এই ঘটনার পর স্থানীয় পুলিশ প্রবাসী বাংলাদেশিদের কাগজপত্র ছাড়া এ ধরনের মোটরসাইকেল না কেনার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে সবাইকে সড়ক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।