জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের জন্য বন্ধ থাকা মালয়েশিয়া শ্রমবাজার চালুর বিষয়ে ২৩ ফেব্রুয়ারি ঢাকায় আসছে মালয়েশিয়ার প্রতিনিধি দল। ২৪ ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যৌথ কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানিয়েছেন।
এসময় মন্ত্রী বলেন, যেসব কারণে বারবার ঝুলে যাচ্ছিল শ্রমবাজারটি এবার অনেকটা একমত হয়েছে উভয় দেশ। তিনি বলেন, এবারের বৈঠকে কর্মী নেয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার চাওয়াকে গুরুত্ব দেয়া হবে। এই বৈঠকেই সব সমস্যার সমাধান হবে বলে আশা করছেন মন্ত্রী।
মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, মালয়েশিয়ার প্রতিনিধি দলের এই সফরে থাকছেন না দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান। তিনি বলেন, এবার অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান হলে, দ্রুতই চুড়ান্ত বৈঠকে ঢাকায় আসবেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী।
জানগেছে, এই বৈঠকে চুড়ান্ত হতে পারে কর্মীদের অভিবাসন ব্যয় এবং কতোগুলো রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কর্মী নিবে মালয়েশিয়া, এক্ষেত্রে তারা কি চায় সেটিকেই অগ্রাধিকার দেয়া হবে।
উল্লেখ্য, মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ ২০১৮ সালের পহেলা সেপ্টেম্বর থেকে। এর পর বেশ কয়েক দফা বৈঠক ও চিঠি চালাচালি চলে। গেলে বছরের ৬ নভেম্বর মালয়েশিয়ায় দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেদিনই ঠিক হয় ২৪ ও ২৫ নভেম্বর ঢাকায় হবে যৌথ কারিগরি কমিটির বৈঠক। কিন্তু হঠাৎ বাতিল হয়ে যায় সেই বৈঠকটি।সূত্র : প্রবাস বার্তা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।