স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফির নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলে টাইগাররা। দেশের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অন্যতম সফল তিনি। মাশরাফি ড্রেসিংরুমে থাকলেই না-কি আলাদা উদ্দীপনা কাজ করত। তবে মাশরাফির বয়স হয়েছে, তাই তিনি আজ জাতীয় দলের সঙ্গে নেই। খেলোয়াড় হিসেবে বাংলাদেশের জার্সিতে তাকে আর দেখা যাওয়ার সম্ভাবনা কম।
তবে মাশরাফির ছায়ার পরশ এখনো বাংলাদেশের খেলোয়াড়রা পেতে পারেন যদি বোর্ডের কোন দায়িত্ব দেয়া হয় তাকে। যেমনটা দেয়া হয়েছিল বিশ্বকাপে মাহেন্দ্র সিং ধোনিকে। তাকে পরামর্শক হিসেবে রেখেছিল ভারতীয় বোর্ড। এখন মাশরাফিকেও এমন দায়িত্ব দেয়ার দাবী উঠেছে। আর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন যদি মাশরাফি চান তাহলে তারা তাকে স্বাগত জানাবেন।
এ ব্যপারে পাপন বলেন, ‘ওরকম কিছু (কথা) হয়নি। মাশরাফি যদি আসতে চায় আমরা তো চাইবোই তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।’
এসময় টেস্ট চলাকালীন মাশরাফির স্টেডিয়ামে উপস্থিত হয়ে দেখা করার বিষয়ে পাপন বলেন, ‘মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে ওখানে থাকবে এটা জানি না। ওরকম কিছু না। আলাপ করছিলাম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।