জুমবাংলা ডেস্ক: দেশে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আবার করোনার প্রার্দুভাব দেখা গেছে। তাই সবাই স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মেনে চলবেন, মাস্ক পরবেন।
রবিবার (৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো দেয়নি, কিন্তু আমরা বিনাপয়সায় সবাইকে করোনা টেস্ট ও ভ্যাকসিন দিয়েছি। বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। আমি আশা করি সবাই এ ভ্যাকসিন নেবেন।
বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের দিকে আঙুল তুলে প্রধানমন্ত্রী বলেন, এখানে কবির আনোয়ারের মুখে মাস্ক নেই, আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রীর মুখেও মাস্ক নেই। এভাবে করলে চলবে না, সবাইকে সুরক্ষা মেনে চলতে হবে। কেবিনেট সেক্রেটারি (মন্ত্রিপরিষদ সচিব) তিনিও মাস্ক ছাড়া।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্যার, আমাদের সামনে তিন ফুটের মধ্যে কেউ নেই তো। তাই মাস্ক পরিনি।’
উত্তর শুনে প্রধানমন্ত্রী হেসে জবাব দেন, ‘আচ্ছা, তাহলে ঠিক আছে। মাফ করলাম। তারপরও সবাইকে সাবধানে থাকা উচিত।’
এ সময় সবার সুস্বাস্থ্য কামনা করেন প্রধানমন্ত্রী।
রাজধানী থেকে কারওয়ান বাজারসহ পাইকারি বাজারগুলো স্থানান্তরের নির্দেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।