জুমবাংলা ডেস্ক: মাস্ক নিয়ে জনসাধারনের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিমরা নগরীজুড়ে এ অভিযান পরিচালনা করে।
এসময় মাস্ক পরিধানহীনদের জরিমানা করার পাশাপাশি নিম্ন আয়ের মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সকালে রাজধানীর নিউমার্কেট ও গাউসিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম রফিকুল।
এসময় তিনি ক্রেতা বিক্রেতাসহ পথচারীদের মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জরিমানা করেন। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করেন মাস্ক।
নো মাস্ক, নো সার্ভিসের ভিত্তিতে দোকানদাররা সেবা দিয়ে থাকলেও জরিমানার আওতায় আনা হবে বলে জানান হাকিম রফিকুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।