স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল ৩:৪০ মিনিটে। বৃষ্টির কারণে ১০ মিনিটে খেলাটি শুরু হয়। ১০ মিনিটে দেরিতে অনুষ্ঠিত টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে আফগানিস্তান।
ব্যাট করতে নেমে শুরু ভালো করলেও দুর্দান্ত এক ক্যাচের ফিরে যান লিটন দাস। মুজিব উর রহমান বলে ২টি চার হাঁকিয়ে ১৬ রান করে ফিলে যান। তবে বলটা মনে হচ্ছিল, মাটিতে লেগেছে। আম্পায়ার কয়েকবার রিপ্লে টেনে টেনে দেখলেন। কিন্তু শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্তই দিলেন। মুজিব উর রহমানের শিকার হয়ে সাজঘরে ফিরলেন লিটন দাস। টিভি আম্পারের দায়িত্বে ছিলেন পাকিস্তানে আলিমদার।
এর আগে বাংলাদেশের বিপক্ষে এমন বিতর্কিত আউট দিয়েছিলেন তিনি। অথচ লিটনের শুরুটা হয়েছিল দুর্দান্ত। মূলত ওপেনিং জুটিতে তিনিই ভালো খেলছিলেন। এরপর প্রথম থেকে ধীর গতিতে খেলা তামিম তার খোলস ছেড়ে বের হতে পারলেন না। শেষ পর্যন্ত মোহাম্মদ নবীর বলে বোল্ড হয়ে ফিরে যান। ৫৩ বলে ৪টি চার হাঁকিয়ে ফিরে যান তিনি।
দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নিলেন সাকিব আল হাসান তিনি ৬৫ বলে ৫০ রান করেন, তিনি শুধু ১টি চার মেরেছেন।পঞ্চাশ ছোঁয়ার কিছুক্ষণ পর মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন সাকিব আল হাসান। কিছুক্ষণ পর মুজিব উর রহমানের এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন সৌম্য সরকার , তিনি ১০ বলে ৩ রান করেন।
ওপেনিং থেকে মিডল অর্ডারে নেমে আসা সৌম্য সরকার টিকলেন না বেশিক্ষণ। বাঁহাতি ব্যাটসম্যানকে এলবিডব্লিউ করে নিজের তৃতীয় উইকেট নিলেন মুজিব উর রহমান।
দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নিলেন মুশফিকুর রহীম . তিনি ৫৭ বলে ৫১ রান করেন এই প্রজন্ত তিনি ২ টি চার ও ১টি ছয় মেরেছেন তিনি।
মাহমুদউল্লাহর বিদায়ে ভাঙল জুটি
মাহমুদউল্লাহকে বিদায় করে মাথা ব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙলেন অধিনায়ক গুলবাদিন নাইব।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৪ বলে ৫ উইকেট হারিয়ে ২১২ রান।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ উদ্দিন, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: গুলবদীন নাঈব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতাউল্লাহ শহিদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, ইকরাম আলী খিল, রশিদ খান, দৌলাত জাদরান, মুজিব উর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।