জুমবাংলা ডেস্ক: নির্বাচনী দৌঁড়ে হেরে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ আসনের মোট ১৫৮ টি কেন্দ্র মিলিয়ে তিনি পেয়েছেন ৯০০৯ ভোট। ওই আসনে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯।
আজ (৭ জানুয়ারি) সকাল ৮ টায় ওই আসনের মোট ১৫৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়৷ বিকাল ৪টা পর্যন্ত সব কেন্দ্র মিলিয়ে ভোটার উপস্থিতি ছিল ৫১ দশমিক ৯৬ শতাংশ৷
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে এবার প্রার্থী রয়েছেন ১১জন। এখানে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৬৫৩ জন। নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৫৬৪ জন। হিজড়া ভোটার রয়েছেন একজন। এই আসনে ৪ টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন মিলিয়ে মোট কেন্দ্র রয়েছে ১৫৮ টি৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।