জুমবাংলা ডেস্ক : সিলেট নগরীতে মায়ের কাছে ক্ষমা চেয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে এক যুবক আত্মহ’ত্যা করেছে।
নিহত সানি (২৪) সিলেট নগরীর ছড়ারপার এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার রাত ১টার দিকে ঝুলন্ত অবস্থায় ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
জানা যায়, নগরীর একটি বেসরকারি ক্লিনিকে আয়ার চাকরি করা সানির মা বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাসায় ফিরে ভেতর থেকে ঘরের দরজা লাগানো দেখেন। অনেক ডাকাডাকি করার পরও দরজা না খোলায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরে কোতোয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, সানির লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যাতে লেখা ছিল- “আমি মরতে চাইনি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ ওই চিরকুটে সে মায়ের কাছে ক্ষমাও চায় বলে জানান ওসি।
মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।-ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।