স্পোর্টস ডেস্ক : পিতা হারিয়েছেন আগেই। এবার মা হারা হলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু। সাবেক এই ক্রিকেটারের মাতার নাম মিনা হোসেন। গতকাল সোমবার (২২ জুন) বিকেলে সাড়ে চারটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
জানা গেছে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। আজ মঙ্গলবার বাদ এশা মোহাম্মদপুরের তাজমহল রোডে দাফন সম্পন্ন হবে তার। বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আবাহনী লিমিটেড, মুন্সীগঞ্জ ক্রীড়া সংস্থাসহ অনেক ক্রীড়া সংগঠন। এক শোকবার্তায় বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘বিসিবির পক্ষে আমি মরহুম মিনা হোসেনের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা সর্বশক্তিমানের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।