মা হারালেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সাবেক স্পিডস্টার তারকা খ্যাত বোলার শোয়েব আখতারের জীবনে ঘনিয়ে এলো সবচেয়ে দুঃখের দিনটি। আর রবিবার ভোরবেলায় শোয়েবের মা হামিদা আওয়ান পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। জীবনের সবচেয়ে আপন মানুষটিকে হারিয়ে ফেলার দুঃখজনক খবরটি টুইট করে নিজেই নিশ্চিত করেছেন শোয়েব আখতার।

টুইটারে শোয়েব লিখেছেন, ‘আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।’ আসরের পর মায়ের নামাজে জানাজার খবরও দিয়েছেন।

পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, শনিবার রাতে হামিদা আওয়ানের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এবং অন্যতম বিধ্বংসী বোলারকে গর্ভে ধারণ করা রত্নগর্ভা এই মায়ের।

টুইটের পর শোয়েবকে সমবেদনা জানানোর পাশাপাশি তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন ভক্ত-অনুরাগীরা।

পাকিস্তানের সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় শোয়েবের মাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হামিদা।


ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এবং অন্যতম বিধ্বংসী বোলার হিসেবে পরিচিত শোয়েব। আন্তজার্তিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটির মালিক এখনও তিনি। পাকিস্তানের এই স্পিডস্টার ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১ কিলোমিটার গতিতে বল করেছিলেন।

বড় বিপদ থেকে রক্ষা পেলেন শোয়েব আখতার