Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home মিডিয়ায় পুলিশের বক্তব্য প্রচারে নীতিমালা তৈরির নির্দেশ
    আইন-আদালত জাতীয় স্লাইডার

    মিডিয়ায় পুলিশের বক্তব্য প্রচারে নীতিমালা তৈরির নির্দেশ

    protikAugust 29, 2019Updated:August 29, 20193 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : মামলায় তদন্তের অগ্রগতি বা গ্রেফতার হওয়া আসামিদের বিষয়ে গণমাধ্যমে কতটুকু প্রচার করা যাবে, সে বিষয়ে একটি নীতিমালা তৈরি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বরগুনার রিফাত হত্যা মামলায় তার স্ত্রী মিন্নির জামিন বিষয়ে আদেশ দেওয়ার সময় বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

    আদালত বলেন, ‘বর্তমান আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি রিমান্ডে থাকা অবস্থায় বরগুনা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন গণমাধ্যমের মুখোমুখি হন। মিন্নি দোষ স্বীকার করেছেন বলে বরগুনার এসপি যে বক্তব্য দিয়েছেন, তা শুধু অযাচিত ও অনাকাঙ্ক্ষিত নয়, বরং ন্যায়-নীতি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পরিপন্থীও। পরিস্থিতি ও বাস্তবতা যাই হোক না কেন, কোনও পুলিশ সুপারের মতো দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্য জনমনে নানান প্রশ্ন জন্ম দিয়েছে।’

    বরগুনার এসপির সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন উল্লেখ করে আদালত বলেন, ‘এটা দুঃখজনক ও হতাশাজনক। উচ্চপর্যায়ের একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে এ ধরনের কাজ কাম্য নয়। তিনি ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও সতর্কতা ও পেশাদারিত্বের পরিচয় দেবেন, আদালতের এটাই কাম্য। মামলাটির তদন্ত কাজ যেহেতু এখনও চলমান, সে কারণে এই মুহূর্তে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আদালত বিরত থাকছেন। তবে, বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশের মহাপরিদর্শক সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

    আদালত বলেন, ‘প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা সঙ্গত হবে যে, ইদানীং লক্ষ করা যাচ্ছে যে, সংঘটিত ঘটনা তদন্তের সময়ে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার ও অভিযুক্তদের বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়। গ্রেফতার হওয়া সন্দেহভাজন বা অভিযুক্তদের কোনও নিয়মনীতি ছাড়াই গণমাধ্যমের সামনে হাজির করা হয়। যা অনেক প্রশ্নের জন্ম দেয়। যদিও এ বিষয়ে আদালতের একটি রায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল, তবু অনেক পুলিশ কর্মকর্তাকে তদন্ত বিষয়ে অতি উৎসাহ নিয়ে বিভিন্ন বক্তব্য দিতে দেখা যায়।’ আদালত আরও বলেন, ‘এ কথা আমাদের সবাইকেই মনে রাখতে হবে যে, যতক্ষণ পর্যন্ত কোনও অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ বলা যাবে না সে অপরাধী বা অপরাধ করেছে। তদন্ত বা বিচার পর্যায়ে এমনভাবে বক্তব্য উপস্থাপন করা উচিত নয় যে অভিযুক্ত ব্যক্তি অপরাধী। সে কারণে মামলার তদন্ত পর্যায়ে তদন্তের অগ্রগতি বা গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিষয়ে গণমাধ্যমে কতটুকু বিষয় প্রচার বা প্রকাশ করা যাবে, সে বিষয়ে একটি নীতিমালা করা উচিত। এই নীতিমালা প্রণয়ন ও প্রচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হলো।’

       

    এরপর মিন্নির জামিনের আদেশের অংশ পাঠ করে আদালত বলেন, ‘এজাহারে আসামির নাম উল্লেখ না থাকা, গ্রেফতারের পর দীর্ঘ সময়ে স্থানীয় পুলিশ লাইন্সে আটক ও গ্রেফতারের প্রক্রিয়া, আদালতে হাজির করে রিমান্ড শুনানির সময়ে আইনজীবী নিয়োগের সুযোগ না পাওয়া, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করার আগেই আসামির দোষ স্বীকার সম্পর্কিত জেলা পুলিশ সুপারের বক্তব্য, তদন্ত কর্মকর্তার মতে মামলার তদন্ত শেষ পর্যায়ে, এমন ঘটনা জনমনে নানা প্রশ্ন জেগেছে। সুতরাং আসামির মাধ্যমে তদন্ত প্রভাবিত (রিফাত হত্যা মামলা) করার কোনও সুযোগ না থাকার বিষয়গুলো বিবেচনা করে আমরা তাকে (মিন্নিকে) জামিন দেওয়া ন্যায়সঙ্গত মনে করছি। একইসঙ্গে জারি করা রুলটি যথাযথ ঘোষণা করলাম। মিন্নি তার বাবার জিম্মায় থাকবেন।’ তবে, মিডিয়ার সামনে কোনও কথা বলতে পারবেন না বলেও আদালত নির্দেশনা দেন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    রাষ্ট্রপতি

    ২ দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

    November 4, 2025
    পুলিশ

    জাতীয় নির্বাচন ঘিরে ৪৮ হাজারের বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ

    November 4, 2025
    প্রধান উপদেষ্টার বৈঠক

    তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

    November 4, 2025
    সর্বশেষ খবর
    রাষ্ট্রপতি

    ২ দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

    পুলিশ

    জাতীয় নির্বাচন ঘিরে ৪৮ হাজারের বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ

    প্রধান উপদেষ্টার বৈঠক

    তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

    উপদেষ্টা আসিফ

    নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে যা বললেন উপদেষ্টা আসিফ

    ভোটার প্রতি যত টাকা খরচ

    ভোটার প্রতি যত টাকা খরচ করতে পারবেন প্রার্থী

    আপিল শুনানি শুরু

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর ৭ম দিনের আপিল শুনানি শুরু

    রুমিন ফারহানা

    বিএনপি মনোনয়ন তালিকায় নাম নেই রুমিন ফারহানার, জানালেন নিজের অবস্থান

    ২৫ নারী ও শিশুকে উদ্ধার

    টেকনাফে যৌথ অভিযানে দুই মানবপাচারকারী আটক, ২৫ নারী ও শিশুকে উদ্ধার

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি সিইসির বিশেষ আহ্বান

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট প্রার্থীও ভোটে নিজ দলের প্রতীকে বাধ্য: আরপিও সংশোধন অধ্যাদেশ জারি

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.