জুমবাংলা ডেস্ক : প্রায় দুই ঘন্টা যাবত মিরপুরের চলন্তিকা মোড়ের ঝিলপার বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। কিন্তু উত্তর দিকের বাতাস দক্ষিণে যাওয়ায় আগুন ক্রমশ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বিশালাকার ওই বস্তির সব ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
Advertisement
এদিকে বস্তি সংলগ্ন একটি বহুতল মসজিদে আগুন প্রবেশ করেছে। এসময় মসজিদের ওপর তলার দিকে জানালা দিয়ে মোবাইলের আলো জ্বালিয়ে কয়েক ব্যক্তিকে নিজেদের আটকেপড়া অবস্থার জানান দিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের দৃষ্টি আকর্ষণ করতে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।