আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার মিশিগানে নির্বাচনী প্রচারণার শেষভাগে জো বাইডেনের সঙ্গে যোগ দেবেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষের দিনগুলোতে বাইডেন তার শীর্ষ প্রতিনিধি নিয়োজিত করার অংশ হিসেবে তিনি এ প্রচারণা চালাতে যাচ্ছেন। ডেমোক্রেটিক প্রার্থীর প্রচারণা দল একথা জানায়। খবর এএফপির
প্রচারণা দলের এক বিবৃতিতে বলা হয়, বাইডেন ডেমোক্রেটিক দলের মনোনয়ন পাওয়ার পর এই প্রথম একসাথে তাদের নির্বাচনী প্রচারণায় সরাসরি উপস্থিত থাকছেন। জনপ্রিয় নেতা ওবামা যুক্তরাষ্ট্রের চলমান সংকট মোকাবেলায় আমেরিকানদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা করতে গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যে তার সাবেক ভাইস প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
গত সপ্তাহে ওবামা পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় এককভাবে বাইডেনের জন্য নির্বাচনী প্রচারণা চালান এবং এ বছর বাইডেনের সমর্থকদের আত্মপ্রসাদে না থাকার ব্যাপারে সতর্ক করে দিয়ে তাদেরকে আগাম ভোট দেয়ার আহ্বান জানান। ২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দুই রাজ্যে জয়লাভ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।