Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটারকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার দোষী সাব্যস্ত হলে এ কারাদণ্ড দেয় দেশটির সামরিক আদালত। ড্যানির আইনজীবী থান জাও অং বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করা, অভিবাসন আইন লঙ্ঘন ও বেআইনি মেলামেশার দায়ে ফেন্সটারকে এ কারাদণ্ড দেওয়া হয়।
৩৭ বছর বয়সী সাংবাদিক ড্যানি ফেন্সটার ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’ অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের সম্পাদক ছিলেন। গত মে মাসে দেশ ছাড়ার সময় ইয়াঙ্গুন বিমানবন্দর তাকে আটক করে জান্তা সরকার। এরপর থেকেই কারাগারে বন্দি রয়েছেন তিনি।
সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকার সাংবাদিক ড্যানি ফেন্সটারের বিরুদ্ধে নতুন করে ‘সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগ আনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।