জুমবাংলা ডেস্ক : মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লাইনে অটোরিকশা-মোটর সাইকেল সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এতে সাথে থাকা আরোহী গুরুত্বর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লাইনে ষোলঘর বাসস্ট্যান্ডের ঢাকামুখী সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা মোটর সাইকেল চালক জনি (৩০) ও আরোহী রিয়াদ (২৬)কে উদ্ধার চিকিৎসা জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষনা করেন।
হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মির মুক্তির প্রত্যাশা ইসরায়েলের
কর্তব্যরত চিকিৎসক মুসা ইব্রাহিম জানান, হাসপাতালে আনার পর জনির মৃত্যু হয়। তাদের বাড়ী ঢাকার লালবাগ এলাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।