Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home মুন্সীগঞ্জের পোষা বিড়াল: প্রথমবারের মতো পোষা বিড়ালের ইতালি যাত্রা, খরচ এক লাখ টাকা
বিশেষ রিপোর্ট
ঢাকা বিভাগীয়

মুন্সীগঞ্জের পোষা বিড়াল: প্রথমবারের মতো পোষা বিড়ালের ইতালি যাত্রা, খরচ এক লাখ টাকা

বিশেষ রিপোর্টEsrat Jahan IsfaNovember 7, 20252 Mins Read
Advertisement

মুন্সীগঞ্জে প্রথমবারের মতো এক পোষা বিড়াল যাচ্ছে ইতালিতে। চার বছর ধরে পরিবারের সদস্যের মতো লালন করা ‘ক্যান্ডি’ নামের বিড়ালটিকে সঙ্গে নিতে খরচ প্রায় এক লাখ টাকা। বিশেষ খাঁচা, বিমানের টিকিট, সরকারি অনুমতি, পাসপোর্ট, এমনকি ট্রানজিট বিমানবন্দরের অনুমতিও নিতে হয়েছে আলাদা করে। নানা ঝক্কি-ঝামেলা শেষে বিদেশ যাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবারটি। বুধবার (৫ নভেম্বর) রাত সোয়া ৩ টায় কাতার এয়ারলাইন্সে বিড়ালটি উড়াল দিবে।

মুন্সীগঞ্জের পোষা বিড়াল

মুন্সীগঞ্জ শহরের মানিকপুরের রিক্তা বেগম ২০২১ সাল থেকে ক্যান্ডিকে লালন-পালন করছেন। তখন তার ছেলে শিথিল স্কুলে পড়ত। অনলাইনে ১৫ হাজার টাকা দিয়ে কেনা এই বিড়াল ছানাটিই এখন পরিবারের একজন সদস্যের মতো। শিথিল এখন এইচএসসি পাস করেছেন। স্বামী আব্দুল হাইয়ের কর্মস্থল ইতালির রোমে পাড়ি জমাতে যাচ্ছেন তারা সবাই—তাই প্রিয় ক্যান্ডিকে ফেলে যাওয়া কোনোভাবেই সম্ভব হয়নি।

রিক্তা বেগম বলেন, আমরা যেভাবে ক্যান্ডিকে লালন করেছি, ও এখন আমাদের পরিবারের মতোই। বাইরে গেলে ও খাওয়া বন্ধ করে দেয়। তাই ওকে ছাড়া যাওয়া আমাদের জন্য অসম্ভব।

স্বপ্নীল হাসান শিথিলও বেশ আবেগভরা কণ্ঠে বলেন, ক্যান্ডি আমাদের পরিবারের আনন্দের উৎস। ও ছাড়া ঘরটা ফাঁকা মনে হয়। তাই ওকে সঙ্গেই নিচ্ছি।’

স্বামী আব্দুল হাই কয়েক মাস আগে ছুটি কাটাতে দেশে এসেও ক্যান্ডির মায়ায় মুগ্ধ হন। পরিবারের আবেগের কথা ভেবে তিনিও বিড়ালটিকে সঙ্গে নেওয়ার অনুমতি দেন।

সব নিয়ম মেনে প্রাণীটিকে বিমানে বহনের জন্য বিশেষ খাঁচায় নেয়া হচ্ছে। বিমান ভাড়া ৩৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা। সঙ্গে পোষা প্রাণীর পাসপোর্ট, সরকারি ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ এবং ট্রানজিট বিমানবন্দরের ক্লিয়ারেন্সসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় মোট খরচ দাঁড়িয়েছে প্রায় এক লাখ টাকা।

মুন্সীগঞ্জ টিটলার্ক পেটওয়েল সেন্টারের ভেটেরিনারি কনসালট্যান্ট অ্যান্ড সার্জন ডা. শিবেন চন্দ্র লিটন বলেন, বিদেশে প্রাণী নেয়ার প্রক্রিয়ায় টিকা, স্বাস্থ্য সার্টিফিকেট, মাইক্রোচিপ স্থাপন—সব কিছু আন্তর্জাতিক মান বজায় রাখতে হয়। ক্যান্ডির দেহে ইনজেকশনের মাধ্যমে একটি মাইক্রোচিপ বসানো হয়েছে, যাতে স্ক্যান করলেই তার ইউনিক নম্বর দেখা যায়।’

মুন্সীগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এম এ জলিল বলেন, ‘আমাদের কার্যালয়ের তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জ থেকে এবারই প্রথম কোনো পোষা বিড়াল বিদেশে যাচ্ছে। এটি প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা ও মমত্ববোধের এক বিশেষ উদাহরণ।’

পেট পাসপোর্টে ক্যান্ডির ছবি, বয়স, জাত, ওজন, টিকা ও চিকিৎসা ইতিহাস সংযুক্ত করা হয়েছে। ডমেস্টিক মিক্সড জাতের ক্যান্ডির ওজন প্রায় ৬ কেজি। নিয়ম অনুযায়ী বিমানে হাতব্যাগের মতোই কেবিনে নেয়া হবে বিড়ালটিকে। এত চ্যালেজ্ঞ সত্ত্বেও আপত্তি নেই পরিবারের কারও—কারণ ক্যান্ডি এখন কেবল পোষা প্রাণী নয়, ভালোবাসার প্রতীকও।

যেসব জায়গায় রাউটার রাখলে কমবে ওয়াইফাইয়ের গতি

মানুষ ও প্রাণীর মমত্ব যে সীমান্ত মানে না—তারই এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠছে মুন্সীগঞ্জের এই বিড়াল ‘ক্যান্ডি’।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ইতালি এক খরচ টাকা ঢাকা পোষা প্রথমবারের বিড়াল, বিড়ালের বিভাগীয় মতো মুন্সীগঞ্জের যাত্রা লাখ
Related Posts
ওসমান হাদির

ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জে বিশেষ দোয়া

December 19, 2025
Manikganj

দালাল চক্রের নিয়ন্ত্রণে মানিকগঞ্জ বিআরটিএ কার্যালয়, নির্বিকার প্রশাসন

December 18, 2025
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

December 18, 2025
Latest News
ওসমান হাদির

ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জে বিশেষ দোয়া

Manikganj

দালাল চক্রের নিয়ন্ত্রণে মানিকগঞ্জ বিআরটিএ কার্যালয়, নির্বিকার প্রশাসন

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গ্রেপ্তার

আ.লীগ নেতা রেজাউল গ্রেপ্তার

Manikganj BADC

বদলির পরও অফিস কক্ষে তালা: মানিকগঞ্জ বিএডিসি কার্যালয়ে অচলাবস্থা

Mira

৯ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী, পরিবারে উদ্বেগ

শিবির ধর, জবাই কর

চবিতে যুবদল নেতার স্লোগান ‘শিবির ধর, জবাই কর’

বন্ধ থাকবে মেট্রো রেল

আজ বিজয় দিবস উপলক্ষে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রো রেল

বিদ্যুৎ

বুধবার যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Ma

হত্যার পর মায়ের লাশের পাশে বসে কাঁদছিলেন ছেলে

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.