স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বটা মোটেও ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। আবুধাবি পর্বে এখনও জয়ের দেখা পায়নি দলটি। এমন পরিসংখ্যান নিয়ে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে দারুণ শুরু করেছে মুম্বাই। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩৫ রানেই থেমে গেছে পাঞ্জাব কিংসের ইনিংস।
১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ ওভার শেষে মুম্বাইয়ের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৩০ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দেখে শুনে শুরু করে পাঞ্জাব। লোকেশ রাহুল আর মানদ্বীপ সিং ৩২ বলের উদ্বোধনী জুটিতে তোলেন ৩৬ রান। মানদ্বীপ (১৪ বলে ১৫) ক্রুনাল পান্ডিয়ার বলে এলবিডব্লিউ হওয়ার পরই বড় ধাক্কা খায় পাঞ্জাব।
পরের ওভারে জোড়া উইকেট তুলে নেন কাইরন পোলার্ড। ৩ বলের মধ্যে ফিরে যান লোকেশ রাহুল (২২ বলে ২১) আর ক্রিস গেইল (৪ বলে ১)। ৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাঞ্জাব।
তার পরের ওভারে পাঞ্জাব ব্যাটিংয়ের আরেক স্তম্ভ নিকোলাস পুরানকে এলবিডব্লিউ করেন জাসপ্রিত বুমরাহ। ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে রাহুলের দল।
সেই ধাক্কা অনেকটাই সামলে উঠেছিলেন এইডেন মার্করাম আর দীপক হুদা। পঞ্চম উইকেটে ৪৭ বলে ৬১ রানের জুটি গড়েন তারা। মারমুখী ব্যাটিং করা মার্করামকে (২৯ বলে ৪২) বোল্ড করে শেষ পর্যন্ত এই জুটিটি ভাঙেন রাহুল চাহার।
এরপর জাসপ্রিত বুমরাহর শিকার হয়ে হুদাও (২৬ বলে ২৮) ফিরে গেলে প্রত্যাশিত পুঁজি আর পাওয়া হয়নি পাঞ্জাবের। শেষ তিন ওভারে মাত্র ১৭ রান তুলতে পারে দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।