জুমবাংলা ডেস্ক : নীলফামারীতে মুরগির খামারে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে একটি চিতা বাঘের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের দলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত বাঘটিকে উদ্ধার করে বাঁশে বেঁধে ঝুলিয়ে উল্লাস করেছে এলাকাবাসী।
জানা যায়, দলপাড়া গ্রামের অলিয়ার রহমান নামে এক মুরগি ব্যবসায়ীর খামারে প্রায়ই বন্যপ্রাণী ঢুকে মুরগি খেয়ে ফেলে। এতে তিনি অতিষ্ঠ হয়ে খামারের পেছনে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন।
শুক্রবার ভোরে সেই ফাঁদে ধরা দেয় বাঘটি। এসময় তার অপর সঙ্গী বাঘটি পালিয়ে একটি ভুট্টা ক্ষেতে আশ্রয় নেয় বলে জানায় স্থানীয়রা।
খামারি অলিয়ার রহমান বলেন, আমার খামারের পেছন দিকে পুরোটাই জঙ্গল। মুরগি বাঁচাতে পেছনের দিকে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলাম। আজ ভোরে চিৎকার শুনে দেখি একটি চিতা বাঘ মৃত অবস্থায় পড়ে আছে।
জেলা বন বিভাগের কর্মকর্তা মোনায়েম খান বলেন, এটি একটি লেপার্ড। ভারতীয় হতে পারে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারী সদর উপজেলা কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, রংপুর বন বিভাগ থেকে কর্মকর্তারা এসেছেন, তারা নিজেদের দক্ষতা দিয়ে জীবিত বাঘটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।