গাজা উপত্যকায় টানা দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধবিরতি বাস্তবায়নে ভূমিকা রাখা আরব ও মুসলিম দেশগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক ভাষণে ট্রাম্প বলেন, ‘বছরের পর বছর কষ্ট ও রক্তপাতের পর গাজার যুদ্ধ শেষ হয়েছে। এখন মানবিক সহায়তা গাজায় ঢুকছে—শত শত ট্রাক খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সরঞ্জাম বহন করছে।’
তিনি আরও বলেন, ‘নাগরিকরা এখন ঘরে ফিরছেন, জিম্মিরা তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত হচ্ছেন। একটি নতুন ও সুন্দর দিন শুরু হচ্ছে, আর এখন শুরু হবে পুনর্গঠনের কাজ।’
ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর প্রশংসা করে বলেন, ‘এই অবিশ্বাস্য অগ্রগতি সম্ভব হয়েছে তাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার কারণে। তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই।’
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
এসময় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে সাহায্য করার জন্য ট্রাম্প আবারও মধ্যস্থতাকারী মিসর এবং কাতারকে ধন্যবাদ জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।