আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সরকারি হিসেবে, দেশটিতে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৬ জন। মারা গেছে ৭৬৫ জন। তবে রয়টার্স তাদের প্রতিবেদনে বলছে, সরকারি হিসাবের চেয়ে দেশটিতে প্রায় ২২০০ মানুষ বেশি মারা গেছেন, যাদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ ছিল।
কিন্তু সরকারি হিসাবে তাদের গণনা করা হয়নি। তাহলে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা নিয়ে ইন্দোনেশিয়া কি মিথ্যা বলছে? সম্প্রতি রয়টার্সের এক গবেষণায় এমন প্রশ্ন উঠে এসেছে।
রয়টার্স তাদের প্রতিবেদনে যে তথ্য প্রদান করেছে সেটি ইন্দোনেশিয়ার ৩৪টির প্রদেশের মধ্যে ১৬টি প্রদেশের ডেটা পর্যালোচনা করেই তথ্য প্রকাশ করেছে।
দেশটির তিন জন মেডিকেল বিশেষজ্ঞ জানান, সরকারি ভাবে দেয়া পরিসংখ্যানের চেয়ে মৃত্যুর সংখ্যা সম্ভবত অনেক বেশি।
উন্নয়নশীল অনেক দেশেই করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা কম দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি আসল সংখ্যা নয়।
এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২ লাখের বেশি মানুষের। প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।