আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এখনও দাপট দেখিয়ে যাচ্ছে করোনাভাইরাসের প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন, জুনের শুরুতেই দেশটিতে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়াবে। তবুও লকডাউন ওঠানোর সিদ্ধান্তে অনড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মৃত্যু সংখ্যা আরও বাড়বে তা জেনেও বিধিনিষেধ ওঠানোর পক্ষেই মত তার।
মঙ্গলবার অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি মাস্ক তৈরির কারখানা পরিদর্শনের সময় এ ব্যাপারে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
লকডাউন ওঠানো, সামাজিক দূরত্বের ওপর বিধি নিষেধ তুলে নেওয়া ইত্যাদির কারণে করোনায় মৃত্যু বেড়ে যেতে পারে কি-না এবিসি নিউজের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।”
“তাই বলে আপনি একটা অ্যাপার্টমেন্ট, বাড়ি বা অন্য কোথাও বন্দি হয়ে থাকতে পারবেন না। তাতে কি কিছু মানুষ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে? হ্যাঁ। কিন্তু আমাদের দেশকে খুলে দিতে হবেই।”
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। মৃত্যু-আক্রান্ত উভয় তালিকাতেই দেশটির অবস্থান শীর্ষে। মৃত্যুর সংখ্যা এরই মধ্যে ৭১ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ। বিশ্বের মোট আক্রান্তেরও এক-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের।
প্রেসিডেন্ট ট্রাম্প সরকারের অনুমান, করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে অন্তত ১ লাখ মানুষের প্রাণহানি হতে পারে। বিশেষজ্ঞরা বলছে, এই মাইলফলক থেকে খুব বেশি দূরে নেই দেশটি। জুনের শুরুতেই মৃত্যু এক লাখে পৌঁছাতে পারে।
এসব কোনো পরিসংখ্যানেই তাকাচ্ছেন না ট্রাম্প। তার সরকারের পরিকল্পনায় এখন অর্থনীতির চাকা সচল করা। সে কারণেই লকডাউন ওঠাতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এর ফায়দাটা ট্রাম্প কাজে লাগাতে চান নভেম্বরের নির্বাচনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।