মৃত সন্তানকে নিয়ে মাইলের পর মাইল হাটছে মা হাতি!

আন্তর্জাতিক ডেস্ক : স্নেহ, অনুভূতি যে শুধু মানুষেরই নয়, তা যেন প্রমাণ হলো আরও একবার। আর এ দৃশ্য দেখে চোখে পানি ধরে রাখতে পারলেন না প্রত্যক্ষদর্শীরা। সন্তানের দেহে প্রাণ নেই। কঠিন এ সত্যিটা যেকোনো মায়ের পক্ষেই মেনে নেওয়া কঠিন।

যুক্তি-বুদ্ধি দিয়ে বিচার করেও মানবসমাজে অনেক মা এই সত্যিকে মেনে নিতে পারেন না। আর জঙ্গলের কোনো বন্যপ্রাণীর পক্ষে তো নিজের সন্তানকে হারানোর সত্যিটা বোঝা আরও কঠিন।